পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুষিত বাষ্প সেবনের ফল। 8 Gok দেখিয়া কপাট ভগ্ন করিয়া দেখিতে পাইল তাহারা চিরনিদ্রিত হইয়া রহিয়াছে। (৩) হাইডোজেন সালফাইড সম্বন্ধে নিশ্চয় কিছুই বলা যায় না। অল্প পরিমাণ সেবনে কুকুর ও অশ্ব উদরাময়াক্ৰান্ত হইয়া অতিশয় দুর্বল হইয়া পড়ে, কিন্তু তদপেক্ষা অধিক পরিমাণ গ্যাস সেবনেও মানুষ্যের কোন রোগ হয় না। হাট বলেন যাহারা ক্ৰমাগত এই বাষ্প সেবন করে তাহদের ক্রনিক পয়জ নিংএর (chronic poisoning) লক্ষণ প্রকাশিত হয়, যথা, দুর্বলতা, অক্ষুধা, নাড়ীর ক্ষীণতা, জিহবার অপরিচ্ছন্নতা, মুখ ও মুখ-ঝিল্লির বিবৰ্ণতা । কখনও কখনও স্ফোটক,মস্তক ঘূর্ণন, শিরঃপীড়া, বমনেচ্ছা, উদরাময়, কৃশতা, ইত্যাদি হইয়া থাকে। (৪) কাবুরেটেড হাইড্রোজেন, সহস্ত্ৰে ২০০|৩০০ ভাগের অধিক হইলে শিরঃপীড়া, বমন, কনভল্যুশন, ষ্টার্টার (stertor), ডাইলেটেড পিউপিল (diated pupil) ইত্যাদি লক্ষণ প্রকাশিত হয় । (৫) য়্যামোনিয়ার বাষ্প কঞ্জংটাইভার প্রদাহ (conjunctivitis) উৎপাদন করে। (৬) সালফার ডায়কসাইড ব্ৰঙ্কাইটিস, বিবর্ণিতা ও রক্তহীনতা উৎপাদন করে। যাহারা সুতা, পশম প্রভৃতির বর্ণ শুভ্ৰ (bleach) করে এবং পশমের কৰ্ম্ম করে তাহদের এই প্রকার রোগ হইয়া থাকে । (৭) হাইডোক্লোরিক বাষ্প সেবনবশতঃ ব্ৰঙ্কাইটিস, নিউমোনিয়া, ফুসফুস-ক্ষয় এবং চক্ষুরোগ হয়। গিণ্টিার দোকানে নানা প্রকার য়্যাসিড গ্যাস উৎপন্ন হয় । (৮) কাবান ডাইসালফাইড-অনেকের ধারণা এই যে রবারের দোকানে এই গ্যাস উৎপন্ন হয়। ইহার দরুন শিরঃপীড়া, মস্ত কম্বুর্ণন, হাত পা কামড়ান, গা ঝিম্ ঝিম', অনিদ্রা, অক্ষুধা, এবং ধাতু দৌৰ্ব্বল্য হয়। কখনও বা বধীরতা, ডিস্পানিয়া (dyspnoea), কফ, জ্বর, অন্ধতা এবং প্যারালিসিস হইয়া থাকে ।

  • ్క

৩ । মিশ্র পদার্থজনিত রোগ । (১) নিশ্বাস প্রশ্বাস দুষিত বায়ু সেবনে গা ভারি ভারি, শিরঃপীড়া,