8 \υ স্বাস্থ্যবিজ্ঞান । জড়তা, এবং কখনও বা বীমনেচ্ছা হয়। এই বায়ুতে আবদ্ধ মুষিকের ৪৫ মিনিটের মধ্যে মৃত্যু হয় ; এবং ৩/৪ ঘণ্টা এই বায়ু সেবন করিলে ২১ দিন ব্যাপিয়া জ্বরের লক্ষণ প্রকাশিত হয়। অত্যন্ত দূষিত বায়ু সেবনে মৃত্যু হয়, এবং মৃত্যু অতিক্ৰম করিলে ৩/৪ দিন ব্যাপী জ্বর, স্ফোটক ইত্যাদি হয়। কলিকাতার সুপ্রসিদ্ধ “অন্ধকূপ” একটী ১২ ঘন হস্ত পরিমিত কুঠরীমাত্র । বায়ু ও আলো প্রবেশার্থ উপরে দুইটামাত্র ক্ষুদ্র ছিদ্র ছিল। এই কুঠরীতে ১৪৬ জন বন্দীকে রাত্রে আবদ্ধ করা হইয়াছিল। প্ৰাতে দেখা গেল ১২৩ জন মৃত ও ২৩ জন অৰ্দ্ধ মৃত বন্দী ঐ অন্ধকূপে পড়িয়া রহিয়াছে। অষ্টালিজ যুদ্ধে পরাজিত ৩০০ সৈন্যকে একটা ক্ষুদ্র কারাগৃহে রুদ্ধ করা হইয়াছিল, তন্মধ্যে ২৬০ জনের মৃত্যু হয়। একদা একথানা জাহাজ হলণ্ড হইতে ভেড়া বোঝাই করিয়া সমুদ্র পথে যাইতেছিল। একটা আবদ্ধ কুঠরীতে ভেড়া রাখা হইয়াছিল। কুঠারী খুলিয়া দেখা গেল। ৬৪০টা ভেড়ার মৃতদেহ পড়িয়া রহিয়াছে। দূষিত বায়ু সেবনে সৰ্ব্বথা এইরূপ আকস্মিক মৃত্যু হয় না বলিয়া অনেকে ইহার অনিষ্টকারিতা বুঝিতে পারেন না। কিন্তু দূষিত বায়ু সেবনে শরীর বসন্ত, হাম, ওলাউঠা প্রভৃতি সংক্ৰামক রোগে সহজে আক্রান্ত (predisposed) হয়। দূষিত বায়ু দীর্ঘকাল সেবনের গৌণ ফল বিবর্ণিতা, অক্ষুধা, শারীরিক ও মানসিক দুৰ্ব্বলতা, ফুসফুস রোগ ও স্তু ফিউল । ক্রীমীয় যুদ্ধের সময় সিপাহীদের বারাকে বায়ু সঞ্চালনের উপায় ছিল না। যক্ষ্মা ও নানাবিধ রোগে বিস্তর সৈন্য ক্ষয় হইতে লাগিল । অবশেষে বায়ু সঞ্চালনের উপায় সম্যকরূপে অবলম্বিত হইবার পর রোগের হ্রাস হইল এবং সৈন্যদের এত ক্ষুধাবৃদ্ধি হইল যে তাহদের রসদ বৃদ্ধি করিতে হইয়াছিল। একটা বোডিংএ ৬০ ফুট দীর্ঘ ও ১৮ ফুট প্রশস্ত একটী কুঠারীতে ১৫২ জন বালক শয়ন করিত। সেই গৃহের বায়ু প্ৰাতঃকালে অসহনীয় হইয়া পড়িত। বালকদের এত স্কফিউল হইত। যে সকলে ঐ রোগ সংক্ৰামক বলিয়া মনে করিত। দুষিত বায়ু ইত্যর প্রাণী ও বৃক্ষলতাদিরও অনিষ্ট সম্পাদন করে। ক্ষুদ্র স্থানে আবদ্ধ গো অশ্বাদি যক্ষ্মা, প্লরো-নিউমোনিয়া প্রভৃতি রোগে আক্রান্ত হয় এবং বৃক্ষলতাদি বিবৰ্ণ হইয়া মরিয়া যায়। (২) চিকিৎসালয়ের বায়ুতে অর্গানিক ম্যাটারের আধিক্য বশতঃ
পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।