পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ু সঞ্চালন । 8S (৯) দগ্ধ চর্বি ও অস্থিজাত বাষ্প অত্যন্ত দুৰ্গন্ধজনক কিন্তু ইহার দরুন কোন রোগ হয় কি না তাহা জানা যায় নাই। (১০) জলাভূমির বাষ্প সেবনে ম্যালেরিয়া জ্বর, উদরাময় (Serous diarrhoea) এবং রক্ত আমাশয় হয় বলিয়া অনেকে অনুমান করেন । এই বায়ু সেবনবশতঃ পুষ্টির ব্যাঘাত, প্লীহার বৃদ্ধি ও আয়ুর হ্রাস হয়। GNS তৃতীয় পরিচ্ছেদ। বায়ু সঞ্চালন । দুষিত বায়ু সেবনের বিষময় পরিণাম চিন্তা করিলে গৃহে বিশুদ্ধ বায়ু সঞ্চালনের প্রয়োজনীয়তা সম্বন্ধে আর সন্দেহ থাকে না। কি উপায়ে গৃহে বিশুদ্ধ বায়ু সঞ্চালিত হইতে পারে, তাহা সম্যকরূপে বুঝিতে হইলে, তৎপূর্বে দুইটা বিষয় জানা আবশ্যক ; (১) প্ৰত্যেক ব্যক্তির জন্য প্রতি ঘণ্টায় কি পরিমাণ বাহিরের বিশুদ্ধ বায়ুর প্রয়োজন ? (২) ঐ পরিমাণ বায়ু কি উপায়ে গৃহাভ্যন্তরে আনিতে পারা যায় ? ১ । প্রতি ঘণ্টায় কি পরিমাণ বায়ু চাই ? বাহিরের মুক্ত বায়ুর ন্যায় গৃহাভ্যন্তরস্থ আবদ্ধ বায়ু সম্পূর্ণরূপ বিশুদ্ধ হইতে পারে না। তবে মুক্ত স্থান হইতে গৃহে প্ৰবেশ করিবামাত্ৰ যদি দুষিত পদার্থের দুৰ্গন্ধ অনুভব না করা যায়, তাহা হইলেই বায়ু বিশুদ্ধ মনে করিতে হইবে। যে পরিমাণ মুক্ত বায়ু গৃহে প্রবেশ করিলে এইরূপ দুৰ্গন্ধ অনুভূত হয় না, তাহাই নিৰ্দ্ধারণ করিতে হইবে । সাধারণতঃ বায়ুস্থিত কাবান ভায়ক সাইডের পরিমাণ দ্বারাই বায়ুর দূষণীয়তার নিরাকরণ হইয়া থাকে। সুপ্রসিদ্ধ চমণ্টের গবেষণায় স্থিরীকৃত হইয়াছে যে, সহস্র ঘন ফুট বাহিরের বায়ুতে ২ ফুট ( নিয়মিত ৪ ফুট ব্যতীত) কার্বন ডায়কসাইড থাকিলে কোন দুৰ্গন্ধ অনুভব করা যায় না ; অর্থাৎ, ২ ঘন ফুট কার্বন ডায়কসাইডের বিষ নাশ বা শোধন করিতে হইলে ১০ ০০ ঘন ফুট মুক্ত বিশুদ্ধতার লক্ষ্মণ ।