এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নাম-পরিচিতি
অর্মাদের পরিবার। বিলাতের একটি বন্ধু পরিবার।
অরুণী। অরুণেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র।
আত্মারাম। ডাঃ আত্মারাম পাণ্ডুরঙ, বোম্বাইয়ের খ্যাতনামা মরাঠী চিকিৎসক।
ইরাবতী। সৌদামিনী দেবীর জ্যেষ্ঠা কন্যা।
Oliphant। জনৈক উচ্চপদস্থ ইংরাজ সরকারি কর্মচারী।
কমলা দেবী। জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের পত্নী।
কর্তা, কর্তামশায়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
কিশোরী। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জনৈক কর্মচারী।
কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। সুবিখ্যাত খ্রীস্টান পাদরী, কৃষ্ণমোহন বন্ধ্যোপাধ্যায়।
কৃষ্ণকমল। কৃষ্ণকমল ভট্টাচার্য, উনবিংশ শতাব্দীর খ্যাতনামা পণ্ডিত ও সাহিত্যসেবী।
কৃষ্ণধন। কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়; প্রসিদ্ধ সংগীতজ্ঞ, গীতসূত্রসারের লেখক।
কেশববাবু। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন।
কৈলাস মুখুজ্জে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জনৈক সরকার।
ক্ষেত্র। ক্ষেত্রমোহন দত্ত।
খণ্ডেরাও। বন্ধুস্থানীয উচ্চপদস্থ মরাঠী সরকারি কর্মচারী।
গুরুচরণ কবিরাজ। সেকালে ঠাকুরবাড়ির একজন গৃহ-চিকিৎসক।
গোবিন্দ। গোবিন্দ বিঠ্ঠল কড়্কডে, জনৈক মরাঠী অধ্যাপক বন্ধু।
গোস্বামী, গোঁসাই। ক্ষেত্রমোহন গোস্বামী।
চারুচন্দ্র মিত্র, নিলকমল মিত্রের পুত্র। চারুচন্দ্র এলাহাবাদে জননায়ক ও রাজনৈতিক কর্মীরূপে প্রতিষ্ঠা অর্জন করিয়াছিলেন।
জানকী। জানকীনাথ ঘোষাল, স্বর্ণকুমারী দেবীর স্বামী।
জ্যোতি। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথের পঞ্চম পুত্র।
তারক। তারকনাথ পালিত।