পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হ'ল লিম পাচালি । ২১ ভ্রমরের প্রতি ভেকিনীর প্রতুস্তর। । চড়া । শুনরে বোকভ্রমর, ঘুচেনা মনঃভ্রম তোর, মিছে করিস পরিশ্রম, ভ্রমণ করে কমল বনে । নাম মধুকর শুধু থেয়ে বেড়াস কমলের মধু সাধু-সঙ্গ করিসনা কোন ক্রমে ৷ ছিল যযাতি জরায় জরে, সে জরা ধরিবেনা তোরে; জরীর ভয় কfরসন। অন্তরে যে জন্যে যযাতি জরা, সে তত্ব জানিসনে ভ্রমরা, সে জর ভর দিবনারে তোরে ৷ শুক্র শাপে পোড়ে ধর, যযাতি হইল ফরা, তার হরে চন্দ্র করে ছল ৷ ইন্দ্র গুরু মৃত্তিধরে, দুকে ছিল অহুল্যের ঘরে; ভগাঙ্গ হয়ে তার পেলে প্রতিফল । রাবণ শ্রীরামের ভক্ত, "জালিসনাকে তার তত্ব, ব্যক্ত আছে ত্রিভুবন । ঐরি ভাবে লঙ্কানাথে, সাঁতৃে লয়ে পুষ্প রথে, লঙ্কাতে করিল স্থাপন ৷ ঐরি ভাব ভেবে মনেঃ সীতে লয়ে অশোক বনে, রাথিল বন্ধনে রামের মনে জাতে ঐরি ভাব হয় ৷ পূৰ্ব সত্য পালিবারে, সীতে গেলেন সাগর পারে, লঙ্কেশ্বরে হইয়া সদয় । ব্ৰহ্ম যার চরণ পূজে, সে সীতে কি রাবণকে ভজে, ত্ৰিভূবন মজে যার কোপানলে । যার প্রতি রঘুপতি, অখিল ব্ৰহ্মাণ্ডের পতি, সে সতীর সতীর্থ দূর হয়েছে কোন কালে ॥যদি বল দ্বাপরে, শ্রীরাধে ছিল আয়ালের ঘরে, সতীর্থ হরণ করেছে আয়ান সতীর সতীর্থ হেতু ত্রিভঙ্গ, আয়ানের করিলেন ধূজ ভঙ্গ, বুর্তি রঙ্গ সে প্রসঙ্গ, রসরঙ্গ ছিল সাঙ্গ,-কিবল সঙ্গ ছিলেন রাধে সঙ্ক; জাছে ভাগবত্তে প্রমাণ 1, তই