३२. হুনস বিলাস পাচালি। নিজে জেতে পোকা, শাস্ত্র জানিসন বোকা, বোধ। বোধ নাই রাত্র দিন। পেটে নাই বিদ্যা সাদ্ধি, কক্ত তোর হবে বুদ্ধি,একে মূর্খতায় শাস্ত্র ছিন। কেমন তা শুন । পাথা দ্বীন পক্ষ যেমন শাখা হীন তরু । জলহীন সরোবর শিষ্য হীন গুৰু । ধন হীন ধৰ্ম্ম যেমন মায়। হীন মোহ । কায় হীন ছায়। যেমন প্রাণ হীন দেহ সাধন হীন সাধু যেমন প্রেম হীন ভক্ত। দলস্থান পদ্ধ যেমন গজ হীন মুক্ত ৷ কৃষ্ণ হীন পাণ্ডব যেমন শিব হীন কাশী । মণি হীন ফণী যেমন শশি হীন নিশি । যোগ হীনযোগী যেমন প্রজ। হীনরাজ। বিদ্যাহীন জীবযেমন ভক্তিহীন পূজা ঘন্ত্রি হীনযন্ত্র যেমন সৌরভ হীন ফুল। মান হীন মানীযেমন জাতি হীন কুল ॥বেগ হীন সাগর যেমন নয়ন হীন দৃষ্টি। পড়া স্থানপড়ুয়া যেমন বেদ হীনযষ্ঠী। শয্যাইন শয়ন যেমন তারা হীন আঁথি । স্থা হীন সর্থী যেমন नद्र श्मिशानूढीuभूत्र ईोन भशेष (गृभनू मशन शेन মেড়ে। ফয়তা হীন মল্লা যেমন দাড়ি হীন নেড়ে । বারি ছিন মীন যেমন পসারী হীন হাট । কালি হীন কলম যেমন মসরি হীন খাট ॥মাজি হীন নৌকা যেমন সারথি হীন রথ । ভাৰ্য্যা হীন গ্ৰহ যেমন সভা হীন সত। রাম হীন অযোধ্য। যেমন মল্ল হীন সমর । শোভা হীন সভা যেমন রাজ হীন কর । কুল ছীন কুলবধুযেমন বন হীন বানর। তেষি ভূই জ্ঞান হীন শুনরে বৈাক ভ্রমর ।
পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।