পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి$ు হৰস বিলাস পাচালি । নাক চক্ষে । পশু জাতি চিলে বুদ্ধি, কিসে হবে সাধন সিদ্ধি,করিম গোদি পর স্ত্রী দেখে। তুইনিজে পশু পাষণ্ড উড়ে দেথিস ব্রহ্মাণ্ড, জ্ঞান কাণ্ড তোর গাছে গাছে। কুকুরে খেলে গঙ্গাজল, তাতে কিবা হবে ফল, নিৰ্ম্মল ভক্তি তাতে কিবা আছে ৷ বানরে হৈলে তীথবাসী; তার কি প্রাপ্ত হবে কাশী পক্ষর মোক্ষ কোন শাস্ত্রে আছে ৷ তুই পশু জেতে চিলে, বিধি স্থল দিয়াছেন বিলে, যেমন পত্র যোগ্য স্থল কাছে, ঈশ্বরচন্দ্র বলে চিলে, গঙ্গাতীরে শূকরমলে,মোক্ষ নাহি হয় কদাচন। তুই পশু ভেতে চিলে; গ্রাগ্যে পড়ে বিলে স্থলে, কুকুর হয়ে ঠাকুর দরশন । গীত রাগিণী বিভায । তাল একতাল।। তুই রে অত্যান্ত নিতান্ত হলি যে পাষণ্ড। ভজন সাধন তোর সকলি হুইবে পণ্ড । তোর রে পাষণ্ড মন, কিসে হবে পাষণ্ড দলন, পাষণ্ড ৰূপে করিস কাল জাপন, হরি নামে নাইক রুচি, কিসে হবে সাধন শুঢ়ি, অরুচিতে থাবিরে তুই সুধাখণ্ড ॥ . ছড়া ! হসি বোলে করিস দপ, জ্ঞান নাই তোর বুদ্ধি অপ; গপ করিস পোদ ভর। আপনি হইতে উচ্চ, পরকে ভাবিস তুচ্ছ, এই কি তোর ইমসের বংশের ধারা। বুঝিসনা জীবের মৰ্ম্ম, বোধ । নাই তোর ধৰ্ম্মাধৰ্ম্ম, পূৰ্ণব্রহ্ম জীবে অনুকূল । কিট গগু-পক্ষ ৰ^শ, সকলি তাহার অ^শ, ছোট বড়