পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o হ^স বিলাস পাচলি । জগৎ, পুজো, চণ্ডালিনী যার ভাৰ্য্য, যার ধীয্যে শক্তি যে জন্মেছে। শক্তি পুত্র পরামর, ব্যাক্ত আছে চরাচর, মৎস্য গন্ধাকে ঢোলু করে ছিল । তার পুত্র ব্যাসমুনি,ভাদ্রবেীকে কল্যে চেম্যিার বীৰ্যেপাণ্ড ব^শ হলো ৷ হয়ে তার রাড়ের স্বামী, অনায়ালে স্বৰ্গগামী রাড়েরস্বামী হলে এত কৰ্ম্ম। তুই মূর্থ জনিসন শাস্ত্র; কথা বলিস অযথার্থ, পরমাথ একত্র হইলে হয় পর মার্থের ধৰ্ম্ম ৷ একাকি ভজন সাধা, যুগল বিনে নহে সিদ্ধ; বিরুদ্ধ তাতে কিবা আছে। বৈষ্ণবের সেবাদাসী; উদাসিনের তীর্থ বাসী, গৃহ বাসীর সেবাদাসী, বলি তোমার কাছে । হব আমি গৃহবাসী, তাইতে খুজি সেবাদাসী, তব বাসেতে আসি, যাচিঙ্গে করি তব স্থানে । হরণ করিনে ভাই, যাচিঙ্গেতে যদি পাই, তাই এসেছি তব ভবনে। তব গৃহে দুম্ব রাড়, আছে যেন সিAভাঙ্গ৷ 'শাড়, ধাড় হয়ে বেড়ায় যেন বাথানিয়। গাই । মিছে কাযে দিন গেল, করে দেওঁ কণ্ঠা বদল, বাজায়ে থেলি নিতাই গুণ গাই ; ঈশ্বর পদ ঈশ্বর ভাবি, বিরচিল কাব্য কবি; সেবি পদ বৈষ্ণব গোসাঞি । যেই বলে গৌর বুলী তার লয়ে পদ ধূলী সদাই বুলি বলিহারি যাই ৷ গীত রাগিণী থাম্বাজ । তাল থেমটা । চেম্২ি করিস কিরে ঢেমি ছাড়া কে আছে। • চেমি করে মুনি ঋষি স্বগ বাসি হয়েছে ৷ টেক্সিতে মাছে ফলোদয়,ঢেমি কৰ্ত্তে জানল্যে