Ge ছNস বিলাস পাচালি। কোন তীর্থান্তরে এমি ইজরাজের হল আড়ি । পলাইল লাগা দেড়ে; সেই সাটেতে পড়ে, কত বাউল বাবাঙ্গীর কাটা গেল দাড়ি ৷ কি কব ইশরাজের মান্য, কলিতে ইশরাজ ধন্য, পুণ্যবান ই^রাজ কলিতে । গঙ্গাতীরে বসায়ে কল, সহরে তুলিল জল, যেন গঙ্গা আনিল ভগীরথে সাহেব সহরের সাহা জলেতে ভাসাইল লোহ; কলে চিনি মিছরি বানাইল । আগুণে জাহাজ চলে, মানুষ উড়িল কলে, কলে বলে রাজত্ব করিল ৷ ই^রাজের মান্য কি কব বল, কলে কত দ্রব্য হলোঃ খাদ্য দ্রব্য বসন ভূষণ । রাত্র দিন কবজ করি, কলেতে বানাইল ঘড়ি, কলে ক্বজ করেছে ত্রিভূবন । বাঙ্গালির দিয়ে নাকে দড়ী, রেখেছে নাকাল করি, গাড়ী টান। যেমন বলদ - কত শত বাবু ভেয়ে, ঘরের টাকা ইণরাজকে দিয়ে, চাকর হয়ে হলেন সভাসদ । যে যেমন যোগ্য করি; দিয়ে রেখেছেন চাকরী, হাজিরি ঘণ্ট। টঙ্গাইল শূন্যে। প্রভাতে পড়িল ঘড়ি; ঘণ্টায় নাগালেন বাড়ি, দৌড় দৌড়ি আসি হাজরে হাজির হয়ে হলেন গনো। হুজুরে হাজিরে কল, ঘণ্টাতে ডাকায় সকল কলে বলে ইরাক্স হলো ধন্য সে সকলে হয়ে দিক, রান্ত৷ য় চালালেন সিক, বিলাতের থবর আনিবার জন্য। ই^রাজের বাহাদুরি, বণিতে নাহিক পারি; দেখি জাম নয়ন ভরি, আর কিবা হয়। ই^রাজ কলের
পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।