পাতা:হঠাৎ নবাব.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

را ہو: হঠাৎ নবাব । ঢাল সুর প্রিয়ে ; ওই চারু করে মদিরার পাত্র আহ। কিবা শোভা ধরে ! মদির প্রমদা মিলে প্রাণ করে খুন দ্বিগুণ জালিয়ে দিয়া প্রেমের আগুন । এসে তবে তুমি আমি স্বরা তিন জনে পরস্পর বাধি মোর প্রেমের বন্ধনে । সুধা সুধাময় মিশি অধর সুধায়, অধর লাবণ্য ধরে সুধার প্রভায় । দুয়েতেই তুস মোর, বড় হয় সুখ দিতে যদি পারি দুয়ে সটান চুমুক । এ সো তবে তুমি আমি সুর তিন জনে পরস্পর বাধি মোর প্রেমের বন্ধনে । (দ্বিতীয় ও তৃতীয় গায়ক একত্রে) সবে মিলে এসে ভাই সুরা করি পান সময় বহিয়া যায় নাহি কি সে জ্ঞান ? ঢালে স্বরা ঢালে সুর। পাত্র কর ভরপুর। ক'রে লও সুখ, দেখে যত দিন প্রাণ । পার হ’ভে হবে যদি, ঘোর বৈতরণী নদী, ফেলে যেতে হবে মদ সে নদীর তটে ; এই বেলা কর পান যতদিন আছে প্রাণ, fচর কাল পান করা কার ভাগ্যে ঘটে ?