পাতা:হঠাৎ নবাব.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ৯৯ যেন একট। বিবাহের ভোজ বোসে গেছে । এই রকম করেই তুমি টাকা গুল নষ্ট কর, আর আমার অবর্তমানে এই রকম করে তুমি বাইরের অন্য মেয়েদের এনে ভোজ দেও, গান শোনাও, নাটক দেখা ৪, আর আমাকে কি ন৷ তুমি সেই সময় অন্য জায়গায় চালান কর । দে। তুমি কি বলচ ঠাকরণ ? এ তোমার মাথায় কি করে এল বল দেখি যে তোমার স্বামী এই সব খরচ করেচেন, আর এই বেগমকে খাওয়াচ্চেন ? আমিই এই সব খরচ করেচি। উনি কেবল আমাকে ওর বাড়ি ধার দিয়েছেন এই মাত্র-তুমি কি কথা বলচ একটু ভাল ক’রে বিবেচনা করে দেখ । জু। হা বেয়াদব, নবাব যাহেবই এই বেগমকে ভোজ দিচ্চেন—আর বেগম একজন মস্ত লোক, আর নবাব সাহেব অনুগ্রহ ক'রে আমার বাড়ি ধার নিয়েছেন—আর আমাকেও এইখানে থাকতে নিমন্ত্রণ করেছেন । জু-স্ত্রী। ও সব কাজের কথা নয়—আমি যা জানি তা ঠিক জানি । দে।। ঠাকরণ আসল জিনিসটা কি একবার চষম। দিয়ে দখ । জু স্ত্রী। আমার চষমার দরকার নেই-আমি বেশ পষ্ট দেখতে পাচ্চি। আসল ব্যাপারের আঁচ আমি অনেক দিন থেকেই পেয়েচি, আমি তে। অার একটা জানোয়ার নই।