এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চতুর্থ অঙ্ক । ა ი % জু। হতভাগি তুই যে এই এসে খানাটা ভেঙ্গে দিলি, এই খানার বাকি জিনিসগুল তোর মাথায় ছুড়ে তোর মাথাটা যে এখনো ভেঙ্গে দিই নি এই তোর পরম ভাগি । (পেয়াদার টেবিল উঠাইয়া লইয়া প্রস্থান । ) জু-স্ত্রী । ( প্রস্থান করিতে করিতে ) ও কথা আমি গ্রাহ করি নে। আমার নিজের যে সব হক আছে আমি তাই বজায় রাখুচি, আর স্ত্রীলোক মাত্রেই আমার দিকে হবে । জু। এখন পালিয়ে গিয়ে রক্ষণ পেলি—আমার এমন রাগ হয়েছে । চতুর্থ দৃশ্য। জুদা একাকী। কি কুক্ষণেই রায়-বাঘিনীটা এসে পড়েছিল। কত মজার মজার কথা আমার মাথায় এসেছিল—এমন রসিকভার ভাব আমার জীবনে কখনও হয় নি। ও আবার কি ?