পাতা:হঠাৎ নবাব.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 হঠাৎ নবাব । দ্বিতীয় দৃশ্য। দোকানদার বড়লোক জুর্দ (একটা আলখাল্লা ও রাত-পেরে টুপি পরিয়া,) গান নাচের ‘ ওস্তাদ প্রভৃতি। জুদf —এই যে, ভোমরা এসেছ যে, ব্যাপারটা কি ? তোমাদের তামাসা আমাকে দেখাবে কি ? না-ওস্তাদ ।—সে কি ? কিসের তামাসা মশায় ? জুর্দাঁ। —অ্যা, অ্যা, ঐ যে,—তাকে কি বলে ভাল—ঐ যে যাতে কথা বার্তার সঙ্গে গান আছে, নাচ আছে । नां-eरडॉन ।-ॐT, अँiीं ? গা-ওস্তাদ ।—আমরা ত মশায় প্রস্তুত আছি । জু —আমার একটু আসতে দেরি হয়ে গেছে, তোমাদের একটু খানি বোসে থাকৃতে হয়েছে, তা দেখ, আজ আমি বড়লোকদের মত পোষাক পরছিলুম ; আমার দর্জি যোড় কতক রেশমের মোজা পাঠিয়ে দিয়েছে—সে এমন ভাল যে কি বল্ব ! গা-ওস্তাদ –গোলামরা ত হাজির আছে, হজুরের ফুরসৎ হলেই হল। জু —দেখ, যতক্ষণ না আমার সেই পোষাকটা আশে,