পাতা:হঠাৎ নবাব.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। So (t জু। তুর্ক বাদসার পুত্র ? কো ! হা! তিনি আপনার জামাতা হতে চান ! জু। বাদসার পুত্র, আমার জামাত ? কো। স্থা, তুর্ক বাদসার পুত্র আপনার জামাতা। আমি যখন দেখা করতে গিয়েছিলেম, তার ভাষা বুঝি কি না, র্তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বার্তা হয়েছিল —অন্য অন্য কথার মধ্যে তিনি আমাকে বোল্লেন—“আক্কিয়াম ক্রক সলেব অঞ্চ, আল মুস্তাফ গিদেলুম, আমানাহেম বারাহিনী উস্সেরে কাবুলথ” অর্থাৎ একটি সুন্দরীকে কি তুমি দেখনি ? তিনি হচ্চেন সহরের একজন বড় লোক জুর্দ সাহেবের কন্যা । দু। ভূর্কের বাদল আমার কথা এই রকম বঙ্গেন ? কো। স্থা। তার পর যখন আমি তাকে উত্তর দিলুম যে র্তার সঙ্গে আমার বিশেষ পরিচয় অাছে, আর আপনার মেয়েকে আমি দেপেচি, তিনি তখন বোল্লেন “মারাবাবা সাহেম ” অর্থাৎ আমি ভারি তার প্রেমে পড়েছি । জু। "মারাবাবা সাহেম” এই কথার মানে জামি ভারি ভার প্রেমে পড়েছি ? কে । হা । জু। মাইরি, তুমি এ কথা বোলে ভাল করলে। কেন না, আমি কখনই বিশ্বাস করতে পারতুম না যে “মায়াবাব।