পাতা:হঠাৎ নবাব.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হঠাৎ নবাব। و ما يج সাহেমের” মানে হচ্চে আমি ভারি তার প্রেমে পড়েছি । বা! তুর্ক ভাষাটা কি চমৎকার । কো। ভারি চমৎকার। আপনি কি জানেন "কাকারাকামুষেন” কাকে বলে ? জু। কাকারাকামুষেন ? না। কো । তার মানে হচ্চে আমার প্রিয় আত্মা । জু। "কাকারাকামুসেনের" মানে হচ্চে আমার প্রিয় আত্মা ? কো । হা । জু। বা কি চমৎকার! “কাকারাকামুষেন" আমার প্রিয় আত্মা। কখনো কি ওকথা কেউ বলে ? আমি তো কিছুই বুঝতে পাচ্চি নে । কে। আমার ঘটকালি ভবে শেষ করি । * জাপনার কন্যার পাণিগ্রহণে অভিলামী হয়েচেন । আর র্তার পুত্রের যোগ্য শ্বশুর করবার জন্য তিনি আপনাকে"মামামুষি” করতে ইচ্ছা করেন। এই "মামামুষি" হচ্চে তার দেশের একটা মস্ত পদবীর খেতাব । জু। মামামুষি ? - কে। ই মামানুষি, অর্থাৎ আমাদের ভাষায় রায়বাহাত্র। রায়-বাহাদুরের মত অমন মস্ত খেতাব আর নাই—পৃথিবীর যত বড় লোক আছে,আপনি তাহলে তাদের সমকক্ষ হবেন ।