এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চতুর্থ অঙ্ক। Ye a জু। তুর্কের বাদসা আমাকে খুব মান দিয়েছেন, এখন তোমার কাছে আমার এই প্রার্থনা যে তুমি আমাকে একবার তার ওখানে নিয়ে চল—আমি নিজে গিয়ে তাকে ধন্যবাদ দেব | কো । এ কি ! তিনি যে নিজেই এখানে এসেছেন দেখচি । জু। তিনি এখানে এসেছেন ? কো । হা । আর আপনাকে সেই খেতাব দেবার জন্য যে সব সরঞ্জামের দরকার তা ও সঙ্গে এনেছেন । জু। বাঃ! খুব শিঘিঘর তো । কো । তার যে রকম অনুরাগ তাতে বিলম্ব আদপে সোচ্চে না ।
- খন আমার কেবল এই ভাবনা হয়েছে যে অামাব মেয়েটা বড় একগুঁয়ে, তার এই জেদৃ হয়েছে যে ক্লেয়োন্ত বোলে একটা কে লোক অাছে তাকে ভিন্ন সে অার কাউকে বিয়ে করবে না ।
কো। যখন সেই ভুর্ক বাদসার ছেলেকে দেখবে তখনই ভার মন বোদলে যাবে। আর একটা বড় মজা হয়েচে, তুর্ক বাদদার ছেলেকে খানিকট ক্লেয়োস্তুের মত দেখতে (আমি কেয়োস্তকে দেখেচি)। সুতরাং তার উপর যে ভাল বাসা হয়ে চে, তা ওর থেকে গিয়ে শাজাদার উপর অনায়াসে পড়তে পারে—বোধ হয় ভিনি আসচেন—এই যে। asmææææææaæð