এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>> o इ?ां५ नदांव । কো। মশায় সেটা হাসবারই বিষয় । দো । কি রকম ? কো। আমার মনিবের সঙ্গে যাতে জুর্দা তার মেয়ের বিবাহ দেন তার কি ফিকির হতে পারে আপনি আন্দাজ করে বলুন দেখি। দে। সে ফিকিরটা আমি ঠাওরাতে পাচ্চিনে । তবে এই পৰ্য্যন্ত বুঝতে পাচ্চি যে তুই যখন এর ভার নিয়েচিস তখন নিশ্চয়ই সফল হবে । কো । আপনার কাছে সে জানোয়ারটা যে অপরিচিত নয় তা আমি জানি । দে। ব্যাপারটা কি আমাকে বল । কো। আপনি কষ্ট করে একটু তফাতে যান—ঐ ওরা সবাই আসচে—আপনি দেখে কতকটা বুঝতে পারবেন— বাকিটা পরে আপনাকে মুখে বলব। নবম দৃশ্য। তুর্ক অনুষ্ঠান, মুফতি, দৰ্বেশ, তুর্ক, মুফতির সহকারীগণ। নাচিতে নাচিতে গাইতে গাইতে প্রবেশ ।