পাতা:হঠাৎ নবাব.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । প্রথম দৃশ্য। জুর্দf জুর্দার-স্ত্রী। জুস্ত্রী। ও মা, এ কি! একি সৰ্ব্বনাশ! এ কি মূৰ্ত্তি! এ রকম ক'রে বাদর লাজিয়ে দিলে কে ? জু। বেয়াদব কোথাকারে, এক জন মামামুষিকে তুমি এই রকম করে বল ? জু-স্ত্রী। সে কি ? জু। ই এখন আমাকে সকলের মান্য করতে হবে— এখন আমি মামামুষি হয়েচি । জু স্ত্রী। ওর মানে কি ?—মামামুষিটা কি আবার ? छ् । मामाभूषि-मभिाभूतःि । জু স্ত্রী । সে কি রকম জানোয়ার । জু। মামামুৰি অৰ্থাৎ আমাদের ভাষায় রায়-বাহাদুর। দুস্ত্রী কি ! লাল বাদর ? জু। আরে মূখু আমি বলচি রায়-বাহাদুর। এই মাত্র সবাই ধরে-বেঁধে আমাকে রায়-বাহাদুর করে দিলে। তারই এতক্ষণ অনুষ্ঠান হচ্চিল।