পাতা:হঠাৎ নবাব.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ ᎼᏬ হঠাৎ নবাব । এত ভাবনা তাতে তোমার কাছে আমি অত্যন্ত বাধিত হলুম। আমার হৃদয় যেমন, তেমনি আমার সমস্ত ধন সম্পত্তিও তোমার –আর তোমার ষে রকম ইচ্ছে সেই রকম তার ব্যবহার করতে পার। দরি। আমি দুয়েরই ভাল ব্যবহার করব। কিন্তু এই যে কর্তা আস্চেন ! চমৎকার মূৰ্ত্তি হয়েছে। দ্বিতীয় দৃশ্য। জুদf, দরিমেন, দোরান্ত । দে। আপনার নূতন পদের সন্মান করতে, আর তুর্করাজার ছেলের সঙ্গে ষে আপনার মেয়ের বিবাহ হবে তাতে আহলাদ প্রকাশ করতে আমরা দুজনে এসেছি । জু। (তুর্ক-ধরণে বন্দেগি করিয়া) মহাশয়, আমি ইচ্ছ। করি ষে আপনি সপের ন্যায় বলবান আর সিংহের ন্যায় চতুর হন। দরি। প্রথমে ষার কথা বল্লেন আমরা ভারই ন্যায় আপনার এই উচ্চ পদোন্নতিতে আহলাদ প্রকাশ করতে এসেছি। জু। বেগম, আমি ইচ্ছা করি, তুমি সারা বৎসর প্রফুল্ল গোলাপ হয়ে থাক। আমার পদোন্নতিতে আহলাদ প্রকাশ করচ এজন্যে আমি অত্যন্ত বাধিত হলুম—আর ভূমি এখানে