হঠাৎ মবাব । "לצ ל তৃতীয় দৃশ্য। w/ A জুদ্যা, দরিমেন, দোরান্ত, তুর্কবেশধারী ক্লেয়োত্ত । দেশ । ( ক্লেয়োস্তের প্রতি ) আপনার রাজশ্ৰীচরণে আমাদের প্রণাম । আমরা আপনার শ্বশুরের বন্ধু, আমাদের বিনীত অভিবাদন গ্রহণ করুন । জু। তোমাদের পরিচয় দেবার জন্য, আর তোমরা যা বলবে ভ বুঝিয়ে দেবার জন্য দ্বিভাষীর আবশ্যক— কোথায় সেই দ্বি ভাষী ? তামরা দেখে তোমাদের কথায় তিনি উত্তর দেবেন—তিনি বড় চমৎকার তুর্কভাষা কইতে পারেন। ও হে! কোন চুলোয় না জানি সে গেছে । জু। (ক্লেয়োস্তের প্রতি) ,ফ, স্ত্রফ, ফ ফ। ইয়ে—সাহেব, বড় সাহেব বড় সাহেব ; ইয়ে—বেগম বড়৷ বেগম ( বুঝাইতে পারিতেছেন না দেখিয়া) অ ! (ক্লেয়োস্তের নিকট দোরাস্তকে অঙ্গুলিনির্দেশ পূর্বক দেখাইয়। ) মশায় উনি একজন এদেশী মামামুৰী। আর উনি হচ্চেন এদেশী মামামুষিনী । এর চেয়ে ভাল ক’রে আমি তে। আর বোঝাতে পারিনে । এই যে দ্বিভাষী এসেছে, এখন বেশ হবে ।
পাতা:হঠাৎ নবাব.djvu/১২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।