পাতা:হঠাৎ নবাব.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ই হঠাৎ নবাব। জু-স্ত্রী। আমার বুদ্ধি হবে না, না তোমার বুদ্ধি হবে না—তোমার পাগলামি ক্রমেই দেখচি বাড়চে—এসব লোকজন কিসের জন্য ? জু। আমি ভুর্ক রাজার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। জু-স্ত্রী। তুর্ক রাজার ছেলের সঙ্গে ? জু। (কোবিয়েলকে দেখাইয়া) ই । এই দ্বিভাষীর সাহায্য নিয়ে তুমি একটু ও'র সঙ্গে কথা বার্তা কও । জু-স্ত্রী। আমার দ্বিভাষীর দরকার নেই, আমি নিজেই ওর মুখের সামনে বলব যে ও আমার মেয়েকে কখনই পাবে না । জু। ফের আমি বলচি ভূমি কি চুপ করবে ? দো। কি ! ঠাকরণ ! এমন মানের কাজে তুমি বাধা দিচ্চ ? শাজাদাকে তোমার জামাই করতে সম্মত হচ্চ না ? জু স্ত্রী। কি সৰ্ব্বনাশ! মশাই তুমি আপনার চরকায় তেল দেও। দরি। এমন সৌভাগ্যকে অগ্রাহ্য করতে নেই। জু স্ত্রী। বেগম তোমাকেও বলুচি, তোমার এতো মাথ৷ ব্যাথায় কাজ নেই। দে। বন্ধুত্ব আছে বোলেই তোমাদের ভাল মন্দ দেখতে হয়। জু-স্ত্রী। তোমার বন্ধুত্বে আমার দরকার নেই।