পাতা:হঠাৎ নবাব.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レア হঠাৎ নবাব । না-ওস্তাদ —আর হুজুর কি চমৎকার গান করেন । কি সরেস গল ! জু।– অথচ আমি কখন গান শিখিনি। গা-ওস্তাদ —হজুর যেমন নাচ শিখচেন, তেমনি গান শেখাও আপনার কর্তব্য। এই নাচ আর গান বাজনা— এই দুটোতে বড় যোগ আছে । না-ওস্তাদ —আর নাচ গান শিখ লে কেমন দেলু খুলে যায় এমন আর কিছুতে না। জু।–আচ্ছা বড় লোকেরাও কি গান বাজনা শেকে ? গা-ওস্তাদ । হঁ। মশায় শেখে বৈ কি ! জু —তবে আমি শিখ ব । কিন্তু কে জানে শিখতে কতদিন লাগবে 1 কেন না তলোয়ার খেলবার ওস্তাদ ছাড়া একজন পণ্ডিত ও রেখেছি, তার কাছে আজ সকালে তত্ত্ববিদ্যা শিখব । গা-ওস্তাদ।—হঁ—তত্ত্ববিদ্যা একটা চীজ বটে, কিন্তু হজুর গান—গান— না-ওস্তাদ ।—গান আর নাচ-গান আর নাচ—এই তুই বিদ্যেই যথেষ্ট । গা-ওস্তাদ।--রাজ্যের মধ্যে গান যেমন কাজের এমন আর কিছুই না । - না-ওস্তাদ ।--নাচ যেমন মামুষের পক্ষে আৰশ্যক এমন আর কিছু না ।