পাতা:হঠাৎ নবাব.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । لا نلا জু –আচ্ছা, আরম্ভ কর', দেখা যাক। } (সকলে মিলিয়া গান) গায়িকা ।— প্রেম যারা করে, শুখাইয়া মরে দিবানিশি মন দহে ; লোকে কিন্তু বলে, মুখেই শুখায় সুখেতেই শ্বাস বহে । লোকে যা বলুক, কিছুই তা নয়, স্বাধীনতা সম কিছুই নহে । ১ ম গায়ক – প্রণয় যেমন আছে কি তেমন মিশিলে মনেতে মনে ? মানুষের সুখ কোথা বল দেখি প্রেমের লালসা বিনে, প্রাণ থেকে যদি প্রেম তুলে লও প্রাণ থেকে সুখ লইবে ছিনে । 2য় গায়ক । — প্রেমেতে প্রেমিক খাটি থাকে যদি কি সুখ প্রেমের চেয়ে ! কিন্তু হায় হায়, পাওয়া বড় দায় খাটি রাখালের মেয়ে !