ン M。 হঠাৎ নবাব । জুর্দf । বড় লোকেরা কি তাই করে ? গা-ওস্তাদ । আঙ্গে হুঁ হজুর । জুর্দf । তবে আমিও করব । তা হলে ভাল হবে ? গী ওস্তাদ । তার কোন সন্দেহ নেই। তা হ’লে আপনার তিন রকম গলার স্বর যোগাড় করা আবশ্যক। উচু নীচু মাজারি । আর এই সকল গলার সুরের মত যন্ত্র ও চাই । ছোট বেয়ালা বড় বেয়ালা আর— জুদা। আর তার সঙ্গে একটা একতারাও চাই । একতার যন্ত্রটা আমার বড় ভাল লাগে—ওর অ্যাওয়াজ বড় মিঠে । গা-ওস্তাদ । সে সব বন্দবস্ত আমাদের করতে দিন । জুর্দ্য। সে যাই হোকৃ আমার টেবিলে গান করবার জষ্ঠ কতকগুল গাইয়ে পাঠাতে ভুলে না। গা-ওস্তাদ । যা যা আবশ্যক, সব পাবেন । জুদা। বিশেষ যেন নাচটা খুব খাসা হয় । গা-ওস্তাদ । তা দেখে আপনি খুশি হবেন । আর তাতে খ্যামটাও থাকৃবে । জুদা । আ! খ্যামটাই আমার খাস চীজ, আর এই নাচ আমি একবার নেচে তোমাদের দেখাতে চাই ৷ এসে। ওস্তাজি । না-ওস্তাদ। আজ্ঞা হজুর একটা টুপি মাথায় দিন। (জুদা, পেয়াদার নিকট হইতে একটা টুপি লইয়া, তাছার
পাতা:হঠাৎ নবাব.djvu/২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।