পাতা:হঠাৎ নবাব.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ष्ट्रिउँौश अक्र ! ২৩ ওঁদের মধ্যে রাগারগি হয়েছে, এমন কি গালাগালি পৰ্য্যম্ভ হয়েছে । হাতাহাতি হবারও উপক্রম হয়েছিল । তত্ত্বজ্ঞানী। কি মহাশয়র ! ক্রোধে কি এ প্রকার বিচলিত হতে হয় ? সেনেক ক্রোধের বিষয় যে প্রবন্ধ লিখে গেছেন, তা কি আপনার পড়েন নি ? এই ক্রোধ রিপু অপেক্ষ। জঘন্য ও নীচ আর কি কিছু আছে ? ক্রোধেতেই কি মনুষ্য পশুবৎ ভীষণ হয় না ? না-ওস্তাদ । কি, মশায় ! আমাদের নাচ ও গানবাজনার পেষাকে তাচ্ছিল্য করে আমাদের দুজনকে ও ব্যক্তি গালাগালি দিতে আসবে ! তত্বজ্ঞানী। যে ব্যক্তি বিজ্ঞ, তিনি অন্যের কটুকাটবো বিচলিত হন না-মিতব্যবহার ও সহিষ্ণুতা সেই সকল কটু কাটবোর একমাত্র উত্তর । ভ- ওস্তাদ । ওদের আস্পর্দা দেখেছেন মহাশয় -অামার পেষার সঙ্গে কিনা ওদের পেষার তুলনা ! তত্ত্বজ্ঞানী। তাতে কি আপনার বিচলিত হওয়া উচিত ? বৃথা গৰ্ব্ব নিয়ে মানুষদের মধ্যে কলহ হওয়াট উচিত নয়! আর বিজ্ঞতা ও ধৰ্ম্ম নিয়েই অন্যদের সহিত আমাদের যা প্রভেদ । না-ওস্তাদ । আমি ওকে এই বলছিলুম যে নৃত্য বিদ্যা যেমন সরেস এমন আর কিছুই না ! গা-ওস্তাদ। আর আমি বলছিলেম ষে শত শত বৎসর