হঠাৎ নবাব । 8 ج থেকে গান বাজনার যে রকম আদর হয়ে আস্চে এমন আর কিছুরই না । ত-ওস্তাদ । আর আমি ওদের দুজনকেই বলছিলেম যে অস্ত্র বিদ্যা সকল বি দ্য অপেক্ষাই ভাল ও কেজো । তত্ত্বজ্ঞানী। তবে তত্ত্ববিদ্যার কি হবে ? তোমাদের তিন জনেরই এত দূর স্পৰ্দ্ধা ও অহঙ্কার যে, যে সকল জিনিসকে আমি শিল্প বলতেও রাজি নই, সেই নাচ গান বাজনা ও পালোয়ানির নীচ কাজকে কি না আমার সম্মুখে অনায়াসে বিদ্যা ব'লে পরিচয় দিলে ? ত-ওস্তাদ । যাও যাও, পণ্ডিত কোথাকারে! গা-ওস্তাদ । যাও যাও বিদ্যে-ফলানে ভিক্ষুক ভট্টাচার্য্য কোথাকার ! না-ওস্তাদ। দূর হ নিৰ্ব্বোধ টুলো পণ্ডিত। তত্ত্বজ্ঞানী। কি ! পাজি বেটার। — ( পণ্ডিত তাহদের তিন জনের উপর পড়িয়া কিল মারিতে আরস্ত ) জুদা। পণ্ডিত মহাশয় । তত্ত্বজ্ঞানী। পাজি, নচ্ছার, হতভাগা ! জুদা। পণ্ডিত মহাশয়! ওস্তাদ। গাদ৷ ছু চো— জুদা। ও গো ওস্তাদজিরা! তত্ত্বজ্ঞানী। নির্লজ্জ ।
পাতা:হঠাৎ নবাব.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।