ष्ट्रिउँौशू अङ्क । ৩১ পাটি দাতের উপরে জীবের আগ দিলে এই ড বর্ণ উচ্চারণ হয় । ড । জুর্দ"। ড, ড, স্থা, বা বাঃ বেশ জিনিস ! বেশ জিনিস্ । ত-শিক্ষক। নীচের ঠোটের উপর উপরের র্দীত সকল ভর দিলে ফ এই ব্যঞ্জন বর্ণ টি পাওয়া যায়। ফ। জুদ । ফ, ফ। ঠিক কথা। আঃ! মা বাপ ! তোমাদের উপর কি রাগই ধরচে । ত-শিক্ষক। আর, জিবের আগ৷ ত:লু পর্যন্ত নিয়ে গেলে র এই বর্ণ টা পাওয়া যায় । র—র-র-র । ঠিক কথা ! আহ। আপনি কি বিদ্বান, আর আমি য কতটা সময় হারিয়েছি তার ঠিক নই ৷ র—র—র –র । ত শিক্ষক । এই সব চীজ ভাল ক’রে আপনাকে শিখিয়ে Lদব । জুৰ্গ। আপনার কাছে একটি প্রার্থনা আছে । একটি গোপনীয় কথা বিশ্বাস করে আপনার কাছে বলচি। এক জন বড় লোকের মেয়ের সঙ্গে আমার ভালবাসা হয়েছে। আমি তার স্ত্রীচরণে একটি প্রেম লিপি পাঠাতে চাই । আপনি যদি সেই চিঠি লিখতে আমাকে সাহায্য করেন। ভ-শিক্ষক। আচ্ছা বেশ । জুদfা। তাহলে রসিক লোকের মত কাজ করা হয় না?
পাতা:হঠাৎ নবাব.djvu/৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।