দ্বিতীয় टीझ । ○V9 বোলে আসচি অথচ গদ্য যে কি জিনিস তা আমি কিছুষ্ট জানি নে ; আর, আপনি আমাকে এ বিষয় শিক্ষা দেওয়াতে আপনার কাছে আমি বড়ই বাধিত আছি । আমি তবে একটি পত্রে তাকে এই লিখতে চাই, "সুন্দরি বেগম, তোমার সুন্দর চাপ্ . পে, আমি প্রমে মরে যাচ্চি," এই কথাগুলি আর একটু রসালে ভাবে লিখতে চাই, এই কথাগুল একটু ভাল রকমে বসাতে চাই । ত শিক্ষক। এই কথা লিখুন যে তাহর নয়ন নলে আপনার হৃদয় ভস্মসাং হয়ে গেছে, আর তার জন্য রালি দিন আপনার অসহ্য যন্ত্রণ হচ্চে । ন। না না-ও সব আমি চাইনে, আমি য কথা আগে তামাকে বলেছি আমি কেবল তই লিখতে চাই,-—“সুন্দরী বেগম, আমি তোমার সুন্দর চোখ ৪৮ থে অবধি প্রেমে ম’রে যাfচ্চ ।" ভ-শিক্ষক। ঐ কথাটা তা একটু বাড়িয়ে বলা চাই । জু"। ন না। আমি ঐ কথাগুলই চিঠিতে লিখতে চাই, কেবল একটু ভাল করে গুচিয়ে বলতে হবে। আচ্ছ। দেখা যাকৃ, তুমি একটু বল দেখি ঐ কথাগুল কত রকম ক’রে বলা যতে পারে । শিক্ষক । আপনি যে রকম বলছিলেন, প্রথমতঃ ভে। সেই রকম করে বলা যেতে পারে “সুন্দরী বেগম, আমি তোমার সুন্দর চোখ দেখে অবধি প্রেমে ম'রে যাচ্চি।”
পাতা:হঠাৎ নবাব.djvu/৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।