পাতা:হঠাৎ নবাব.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । \లిఁ জুদা। আজ আমার কত কাজ আজ আর কিনা লক্ষ্মীছাড়া দর্জিটা আমাকে সমস্ত দিন অপেক্ষা করিয়ে রেখেছে। আমার ভারি রাগ ধরচে। দর্জিট জাহাহ্নমে যাক-চলোয় যাক। পাজি দর্জি লক্ষ্মীছাড়া দর্জি-হতভাগা দর্জি-ছুছে৷ দর্জি ! হারামজাদাকে যদি এখন একবার পাই— অষ্ট্রম দৃশ্য।

  • / ك জুদ f । একজন কর্তা দর্জি, তার একজন চাকর দার্জ, জুর্দার পোষাক হস্তে করিয়া

একজন পেয়দা । জু"। আঃ এই যে! আমি আর একটু হলেই তোমার উপর রাগ কছিলুম। দর্জি। আমি এর চেয়ে আর শীঘূঘির আসতে পারলেম না, আপনার এই পোষাক তৈরি করতে আমার ২০ জন ছোগরা লাগিয়েছিলেম । জুদf । তুমি যে রেশমের মোজা পাঠিয়ে দিয়েছিলে ভা এত ছোট যে তা আমার পরতে ভয়ানক কষ্ট হয়েছিল, আর এর মধ্যেই তার দুটো সেলাই খুলে গেছে । দর্জি । কেন, যত টানবেন ততই তো বাড়ান ষায় ।