পাতা:হঠাৎ নবাব.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হঠাৎ নবাব । براريv করে দিয়েছিলে, তোমার গায়ে ও দেখচি সেই কাপড় ! আমি বেশ চিনতে পাচ্চি । দর্জি। ঐ কাপড়টা আমার এত ভাল লেগেছিল, যে আমার নিজের জন্য ঐ কাপড়ের একমৃট তৈরি করেছি । জদ। কিন্তু আমার কাপড় থেকে তৈরি করাট ভে:মার উচিত হয় নি । দর্জি। কোর্তাটা কি পরে দেখবেন ? জর্দাঁ। ই আমাকে দাও । দfজ। একটু সবুর করুন । ৪ রকম করে পর স্থর ন। তালে তালে কাপড় পরতে হবে ব’লে জমি সঙ্গে করে লোক এনেছি - এসব পোষক ঘটা ক’রে পরতে হয় । ওহে ! তোমর। এসে সব ই । নবম দৃশ্য | জুর্দ্যা, হেড দর্জি, কারিগর দর্জি, এক জন পেয়াদ । হেড দজি। ( কারিগরদিগের প্রতি ) বড় লোকদের ষে রকম করে পোষাক পরতে হয় সেই রকম করে ওঁকে পোষাক পরিয়ে দাও । নৃত্যকারীগণের প্রবেশ । ( চারি জন কারিগর দঞ্জি নাচিতে নাচিতে জুর্দ্যার নিকট আগমন --তাহাদিগের