এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তৃতীয় অঙ্ক। প্রথম দৃশ্য। জুদা, দুই জন পেয়াদ । জু। তোমরা আমার সঙ্গে এসো, আমার এই পোষাক সমস্ত সহর ময় একবার দেখিয়ে আসি । আর, তোমরা ঠিক আমার পিছনে পিছনে থেকে, তাহলে লোকে বুঝতে পারবে যে তোমরা আমারই পেয়াদা। পেয়াদ । যে আজ্ঞা হজুর । জু। আমার দাসী নিকোলকে ডেকে দাও তো হে— তাকে কতকগুল হুকুম দিতে হবে । আর যেতে হবে না ; ঐ এসেছে । দ্বিতীয় দৃশ্য। জুদfা, নিকোল, দুই পেয়াদ। জু। নিকোল ! নিকোল। আজ্ঞে ? জু। শোনে ।