পাতা:হঠাৎ নবাব.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 R হঠাৎ নবাব । নি। (হাসিতে হাসিতে )—হি, হি, হি, হি, হি । জু। আরে হাসচিস্ কেন ? নি। হি, হি, হি, হি, হি, হি । জু। জারে মর মাগি ও রকম কচ্চে কেন ? নি। হি, হি, হি, কেমন মজার সাজ হয়েচে । হি, হিহি । জু। কেন, কি রকম হয়েছে ? নি। ওমা ! আমি যাব কোথা ! হি, কি, হি, হি, ষ্টি । জু। আমর মাগি, তুই আমাকে নিয়ে তামাস কচ্চিস ? নি । না মশাই, তা কি করতে পারি । তি, হি, ষ্টি, ছি, হি, হি । জু। দেখ, ফের যদি হাসবি, তে। কিলিয়ে ভোর নাক ভেঙ্গে দেব । নি। মশাই আমি হাসি রাখতে পাচ্চিনে । হি, ছি, ছি, হি, হি, হি । জু। তুই থামুৰি নে ? নি। মশাই আমাকে মাপ কর ; কিন্তু মশাই তোমাকে এমন মজার দেখতে হয়েচে, যে না হেসে থাকতে পাচ্চি cন । হি, হি, হি । দু। দেখ দিকি মাগির আস্পর্দা! নি । তোমাকে ভারি মজার দেখতে হয়েচে । হি হি । জু। আমি ভোকে— নি। আমাকে মশাই মাপ কর । হি, হি, fহ, fহ ।