পাতা:হঠাৎ নবাব.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । 85 জু। দেখ, তুই ফের যদি হাসবি, তোর গালে এমনি চড় কষিয়ে দেব যে তখন দেখতে পাবি । নি। আচ্ছা মশাই,এইবার হয়েচে আর আমি হাসব না। জু। দেখিস খবরদার। আজ বিকেল বেলায় বাট দিতে হবে— fन । श्,ि श् ि। জু। শোন কি বলচি হলের ঘরটা ভাল ক'রে বাট fদস্ আর— fন । হি, হি । জু। দেখিস্থ যেন ভাল করে কাট দিস । fন । হি, fষ্ঠ । জু। ফের ? fন । (হাসিতে হাসিতে ভূতলে পড়িয়। বরং আমাকে মারে মশাই, আমি একবার মন খুলে স্টেসে নি—আমার দম ফেটে যাচ্চে, একটু আমি হেসে বঁচি ৷ ষ্টি, হি, ষ্টি, হি, হি । জু আমার রাগে সৰ্ব্বাঙ্গ জব্‌চে। নি। মশাই, তোমার পায়ে পড়ি আমাকে একটু হাসতে দেও। জ, আমি যদি একবার আরম্ভ করি— নি। মশাই আমি দমূফেটে মরবে। যদি না হাস্তে *ांहे, श्,ि श्,ि श् ि।