এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
88 হঠাৎ নবাব। জ. এমন লক্ষীছাড়া মাগি কেউ কখন কি দেখেচে– আমি কোথায় ওকে হুকুম দিতে এলুম না ওর এতদূর আস্পর্দা যে আমার হুকুম না শুনে আমার মুখের উপর ও হাস্তে আরস্ত করেচে। নি। কি করতে হবে মশাই বল । জু। আজ বিকেলে নিমন্ত্রণ খেতে আমার এখানে লোক আসবে, হারাম জাদি তাই বলুচি বাড়িটা ঠিকঠাক করে রাখ । নি। (উঠিয়া) মাইরি, আর আমার হাস্তে ইচ্ছে নেই, তোমার কথায় মশাই আমার রাগ ধরচে, যখনি তোমার লোকজন আসে, বাড়ির মধ্যে এমন হুলস্থল পড়ে যায়। জু। তোর জন্যে আমার বাড়ির দরজা বল ক’বে রাখতে হবে না কি, অ্যা ? নি। নিদেন মশাই কতক লোকের জন্য বন্দ করা দরকার । to-o-o-so তৃতীয় দৃশ্য। জুদfার স্ত্রী, জুর্দ্যা, নিকোল, দুই জন পেয়াদ। স্ত্রী। ভ্যাল যাহোক ! এ আবার কি ! এ নতুন সাজ আবার কোথা থেকে পেলে ? তোমার বুদ্ধিগুদ্ধি