8ソ হঠাৎ নবাব । স্বী। নিকোল ঠিক বলচে, তোমার চেয়ে ওর বৃদ্ধি আছে— আচ্ছ। ভাল বল দেখি, আমি জানতে চাই, তোমার এই বয়েসে নাচের ওস্তাদের দরকার কি ? নি। আর সেই তলোয়;রের ওস্তাদেরষ্ট বা দরকারট। কি—সে যখন থট খট্ করে আসে, আমাদের বাড়িটা কঁপে ওঠে—মেজেব টালিগুল ভেঙ্গে যায় । জু। আমার চাকরাণী, আর আমার স্ত্রী, দুজনেই তোমরা চপ্ কর । স্ত্রী । পায়ের উপর ভর দিয়ে দাড়াবার শক্তি নেই— এই বয়সে কি না তোমার নাচ শি ভে সখ গেছে ! নি। মশাই তোমার কি কf কে মেরে ফেলতে ইচ্ছে হয়েছে ? জু। তোমরা চপ কর বলাচ, তোমরা দুজনেই মুখখ, ও সব লোকের মর্যাদা তোমরা কি বুঝবে ? স্ত্রী। এখন ও-সব রেখে যাতে তোমার মেয়ের বিয়ে হয় তারই ভাবনা ভাবে । তার রিসের যুগিা বয়েস হয়েচে । জু। যখন ভাল পাত্র এসে উপস্থিত হবে, তপন আমার মেয়ের বিয়ের ভাবনা ভাবা যাবে । এখন য’তে ভাল ভাল চীজ শিখতে পারি, আমার সেই ভাবনা ইমেচে । নি। ঠাকরণ আরও আমি শুনলুম নাকি ম্যাকাপড়। শেখবার জন্য একজন ভট্টচার্য্য পণ্ডিত রেখেচেন, তাহলেই চুড়োস্ত হবে।
পাতা:হঠাৎ নবাব.djvu/৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।