(to হঠাৎ নবাব । ভোর যে রকম আম্পর্দা—এখনি তার মজ দখিয়ে দিচ্চি ( দুটো শেখ বার তলোয়ার আনাইয়া, তার মধ্যে একট। নিকোলের হাতে দিয়া ) এই দেখ —সাক্ষাৎ প্রমাণের সঙ্গে দেখিয়ে দেব। শরীরের লাইনে । যখন চার ঘার ঘা মারতে হয়, তখন এই রকম করতে হয়, যখন তিমের ঘ। মারতে হয় তখন এই রকম করতে হয়—এ জানলে আর কেউ কখন মেরে ফেলতে পারে না। যখন কারও সঙ্গে যুদ্ধ করতে হয়, তখন যদি জানা যায় যে আমার কিছু হবে না, তা হলে কেমন মজা । আয় ভোকে দেখিয়ে দিচি, ঐ তলোয়ার দিয়ে আমাকে মার দিকি । নি। (জুদর্শার গায় দুই চার বার খোচ দিয়া) কেমন, হয়েছে ? জু। অারে । আরে! আস্তে! আস্তে ! অত জোরে না, আরে মর মাগি । নি। তুমি যে আমাকে খোচা দিতে বোলে । জু। ইঁ। কিন্তু তুষ্ট চারের ঘান। মারতে মারতেই যে ভিনের ঘা মেরে দিয়েচিস্—আর ঘা আটকাবার সময় পৰ্য্যন্ত আমাকে দিস্নি । স্ত্রী। তুমি নিশ্চয়ই খেপেচ—যে অবধি তুমি বড় লোক দের সঙ্গে মিশতে আরম্ভ করেছ, সেই অবধি তোমার মাথায় ঐ সব পাগলামি ঢুকেচে । জু। যে অবধি আমি বড় লোকেদের সঙ্গে মিশতে
পাতা:হঠাৎ নবাব.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।