(T R হঠাৎ নবাব । বিষয় নয় ? আর যে নবাব আমাকে প্রিয় বন্ধু বোলে ডাকে তাকে কি একটু টাকা ধার দিতেও পারি নে ? স্ত্রী। আর সেই নবাব তোমার জন্য কি করে ? জু। কি করে ? সে যে কি করে তা যদি জানতে, তাহলে আশ্চর্যিা হয়ে যেতে । স্ত্রী। সে কি ? জু। বস্ ! আমি তা খুলে বলতে চাইনে । এই পর্যাস্ত তোমাকে বোল্লেই যথেষ্ট হবে, আমি তাকে টাক? ধার দিয়েচি, আর শীঘ্রই সে টাকা শুধে দেবে। স্ত্রী। বটে। সেই আশায় আছ না কি ? জু। নিশ্চয়ই শুধুবে—সে কি আমাকে সে বিষয় কথা দেয় নি ? স্ত্রী । ই ই শুধবে যত, তা গায়ে রইল । জু। সে শপথ করে আমাকে বলেচে। স্ত্রী। শপথ না তার মাথ । घू। कि সৰ্ব্বনাশ! স্ত্রী, তুমি ভয়ানক একগুঁয়ে দেখচি, আমি তোমাকে বলচি সে নিশ্চয়ই তার কথা রাখবে—আমার বেশ বিশ্বাস আছে। স্ত্রী। আর আমার বিশ্বাস যে, সে কথা রাখবে না – আর তোমাকে যে সে এত আদর করে সে কেবল তোমাকে ভোলাবার জন্যে । জু। চুপ চুপ—ঐ আসচে।
পাতা:হঠাৎ নবাব.djvu/৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।