পাতা:হঠাৎ নবাব.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । Ꮹ ☾ দেণ । তুমি যদি টুপি মাথায় না রাখ, তা হলে আমি ও আমার টুপি খুলে ফেলব । জু। (টুপি পরিয়া) বিরক্ত করা চেয়ে আমি অভদ্র হতেও রাজি আছি । দো। তুমি তা জানই আমি তোমার ধারি। স্ত্রী । ( জনাস্তিকে ) হুঁ, সে খুব জানি । দে। অনেক সময়ে তুমি আমাকে মুক্ত হস্তে ধার দিয়েছ, আর আমি তার জন্য যে ভারি বাধিত আছি তা আমি মুক্তকণ্ঠে স্বীকার কfচ্চ। জু। মশায় আপনি ঠাট্টা কচ্চেন । দে। ন না, আর ধার আমি শুধুতেও জানি । আর .লেকের উপকার কি রকম করে স্বীকার করতে হয় তাও fবলক্ষণ জানি । জু। সে বিষয়ে আমার কোন সন্দেহ নেই মশায় । দে। তোমার ঋণ থেকে এপন আমি মুক্ত হতে ইচ্ছে কচ্চি, আর সেই জন্য হিসেব নিকেশ করতে তোমার এখানে আজ এসেছি । জু। (স্ত্রীর প্রভ মৃদ্ধ স্বরে ) স্ত্রী, এখন দেখ, তোমার কত দূর বোঝবার ভুল। দে। যত শীঘ্ৰ পারি মামি লোকের ধার শুধে ফেলতে ভালবাসি।