砂ゲ হঠাৎ নবাব । দে। যদি তোমার অসুবিধে হয় তা হলে বল আমি অন্যত্র চেষ্টা করি । জু। না, মশায় । স্ত্রী । (জুদার প্রতি মুহূস্বরে) তোমাকে সৰ্ব্বস্বাস্ত না করে ও ক্ষান্ত হচ্চে না । জু। (স্ত্রীর প্রতি মৃদুস্বরে)—চপ কর আমি বলুচি। দে। আমাকে বাল্লেই হয় তামার অসুবিধে হচ্চে । জু। ন না, মশায় । স্ত্রী। জুর্দার প্রতি মৃত্যুম্বরে) এ একজন আসল জুয়ো চেরি । জু। স্ত্রীর প্রতি মৃদুস্বরে) চুপ কর বলচি। স্বী। (দুষ্ঠার প্রতি মৃদঙ্গৰে) তোমার শেষ পয়সাটি পর্ষ্যস্ত ও শুষে নেবে । জু। (স্ত্রীর প্রতি মৃদুস্বরে) তুমি কি চুপ করবে ? দেশ । এমন অনেক লোক আছে যার। আমাকে আহলাদের সষ্ঠিত টাকা ধার দেবে, কিন্তু তুমি নাকি আমার প্রধান বন্ধু, তাই মনে করলুম যদি অন্য জায়গায় ধার করতে যাই তাহলে তোমার প্রতি অন্যায় করা হবে। জু। . আমার উপর মশায়ের যথেষ্ট অনুগ্রহ–এখনি আপনার কাজ নিকেশ ক'রে টিচ্চি । স্ত্রী । (জুর্দার প্রতি মৃদুস্বর কি ! আবার তুমি ওকে ধার দিতে যাচ্চ ?
পাতা:হঠাৎ নবাব.djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।