পাতা:হঠাৎ নবাব.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। Dసి জু । (স্ত্রীর প্রতি মৃদুস্বরে) কি করা যায়? অমন বড়লোক, আর যে ব্যক্তি আজ সকালে আমার কথা রাজার কাছে বলেচে ভার কথা কি অগ্রাহ্য করতে পারা যায় ? স্ত্রী । (জুর্দার প্রভি মৃদুস্বরে) যাও যাও—তুমি খুব ওর ফাদে পড়েছ যা হোক্। পঞ্চম দৃশ্য। দোরান্ত, জুর্নার স্ত্রী, নিকোল। দে। তোমাকে ভারি বিমর্ষ দেখচি যে, তোমার ই যেচে কি ঠাকরণ ? জু-স্ত্রী। অামার আর যাই হোক, আমার মাথা ঠিক আছে । দে। তোমার মেয়ে’ক দেখচিনে যে, তিনি কোথায় ? জু-স্ত্রী। আমার মেয়ে যেখানে আছে, সেই খানেই 因忆51 দো। তার শরীর গতিক কেমন চলুচে ? জু-স্ত্রী। দু পায়ের উপর ভর দিয়ে। দে। রাজার বাড়ি যে নাচ ও প্রহসন হবে তা দেখতে এর মধ্যে কি এক দিন তোমার মেয়েকে নিয়ে যাবে না ?