পাতা:হঠাৎ নবাব.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । ど、 কে । তার কোন ভয় নেই । ক্লে । দেখ তোকে বলচি —হাজার যদি তার পক্ষ ইয়ে তুই আমার কাছে বলিস তবুও কিছু হবে না । কে । তা বলবার জন্য কার এভ মাথ। ব্যথা ? ক্লে । আমার এই রাগ কিছুতেই পড়তে দেব ন – ভার সঙ্গে আর কোন সংস্রব রাখব না । কে । আমার ও তাই মত । ক্লে । ওর বাড়িতে যে নবাব সাহেব আসে সেই ওর মাথা ঘুরিয়ে দিয়েচে –আমি বেশ দেখছি, বড় লোক দেখেই ওর চোখ ঝলসে গেছে । কিন্তু আমাকে ত্যাগ ক’রেছে বোলে ও যে জাক করচে তা অামি ওকে করতে দেব না-ও যতদূর করবে আমিও ততদূর করব। কেশ । বেশ বলেছেন সব বিষয়েই আপনার সঙ্গে আমার মভের মিল হচ্চে । ক্লে । দেখ কোবিয়েল, আমার ঘৃণার একটু তুই সাহায্য করিস। আমার ভালবাসা তার জন্য আমাকে যতই কেন বলুক না, যাতে সেই ভালবাসার অনুরোধে আমার প্রতিজ্ঞ টলে না যায়, তার জন্তে আমাকে তুষ্ট সাহায্য করি ;—এমন করে তার শরীরের বর্ণনা আমার কাছে কব, যাভে তার উপর আমার ঘৃণা হয়—আর শোন ভার উপর আমার বিতৃষ্ণা জন্মাবার জন্য যত কিছু ভার দোষ আছে সব খুটিনাটি করে আমার কাছে বল্‌ ৷