তৃতীয় অঙ্ক । * > ক্লে । কোবিয়েল, তার মনটি বড় কোমল । কো । তার কথা বার্তা— ক্লে । তার কথা বার্তায় মোহি ত হয়ে যেতে হয় । কো । তার কথাবার্তা বড় গম্ভীর ধরণের । ক্লে । অত খোলাখুলি আমোদ প্রমোদ কি তোমার ভাল লাগে ? যে মেয়েগুল সব কথাতেই খিকখিক্ ক’রে হাসে, সে মেয়েগুলকে কি ভাল লাগে ? কো । কিন্তু তার মত খাম-খয়ালি লোক আর ভূভারতে নেই । - ক্লে । হা, সে খামখেয়ালি বটে—স কথা আমি মানি ; কিন্তু সুন্দরীর সকলই শোভা পায়--মুন্দরীর ও সব দোষ সই করা যায় । কো। এতদূর যখন ইল, তবে বেশ বোঝা যাচ্চে আপনি চিরকালই তাকে ভাল ব{সবেন । ক্লে । আমি ? বরং আমি মরে যাব । আগে আমি তাকে যে রকম ভাল বাসতেম, এখন আমি তাকে আবার তেমনি বৃণা করব । কে । তাকে যদি অত ভাল মনে করেন তা হলে কি ক'রে করবেন ? ক্লে । এভ যে ভাল, এত যে সুন্দরী, এত যে রূপসী, তবুও ষ আমি তাকে ত্যাগ কfচ্চ, ঘৃণা কচ্চি, এভেই কি আমার জলন্ত প্রতিশোধ আরও প্রকাশ পাচ্চে না ?
পাতা:হঠাৎ নবাব.djvu/৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।