পাতা:হঠাৎ নবাব.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( গান-বাজনার ওস্তাদ, নাচের ওস্তাদ ও তাছাদের দলবল। ) গানের ওস্তাদ —( দলের প্রতি ) এস হে, তোমরা এই ঘরে এস ; যতক্ষণ না তিনি আসেন এই খানে বাসে একটু আরাম কর। নাচের ওস্তাদ ।— তার দলবলের প্রতি ) ভোমরাও এই দিকে ব’স । গানের ওস্তাদ। -( ছাত্রের প্রতি ) সেটা কি তৈরি হয়েছে ? ছাত্র । — হা হয়েছে । গা-ওস্তাদ। —দেখি ; বা; বেশ হয়েছে যে ! না-ওস্তাদ —ওটা কি কিছু নতুন চীজ তৈরি হ'ল নাকি? গা-ওস্তাদ ।-ওটা একটা বিরহ টপ্পা । আমার ছাত্রকে দিয়ে এই খেনেই ওটা তৈরি করিয়েছি।