পাতা:হঠাৎ নবাব.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bro হঠাৎ নবাব । লুসিলকে বিবাহ করবার জন্য র্তার কাছে থেকে অনুমতি চেয়ে । ক্লে । অ ! ঠাকরণ তোমার এই কথা আমার কি মিষ্টি লাগল—আমার এখন কত অাশা হল । তিনি কি আমার অনুকূলে উত্তর দেবেন ? দ্বাদশ দৃশ্য । ... o. ক্লেয়োন্ত, জুর্দf, জুদার স্ত্রী, লুসিল, কোবিয়েল, নিকোল । ক্লে । মহাশয়, আপনার কাছে একটি নিবেদন আছে, অনেক দিন থেকে আমি ভাবছি, আর তার উপর আমার নিজের স্বাৰ্থ এতদূর নির্ভর করচে, যে সেটা আমি নিজে না বোল্লে চলবে না। তবে আর কোন গোরচন্দ্রিমা না করেই আপনার কাছে এই নিবেদন কচ্চি যে আপনার জামাত। হতে আমার অত্যন্ত বাসনা হয়েচে । আমার এই বিনীত নিবেদনটি আপনি অনুগ্রহ করে গ্রাহ্য করুন । জু। তোমাকে উত্তর দিবার পূর্বে আমি জানতে চাই তুমি এক জন বড়লোক কি না। ক্লে। এই প্রশ্ন জিজ্ঞাসা করলে অধিকাংশ লোকে বড় ইতস্তত করে না। তখনই উত্তর দেয়। ঐ নামে পরিচয়