পাতা:হঠাৎ নবাব.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R হঠাৎ নবাব।

    • * না-ওস্তাদ —আমি কি দেখতে পারি ? গা-ওস্তাদ ।—যখন আমাদের মনিবের কাছে গাওয়৷ হবে তখনই শুনতে পাবে। আর বেশী দেরি নেই।

༢t ཕུ་ཚྭ་ཊ —আজ কাল আমাদের দুজনের হাতেই খুব কাজ । , গা-ওস্তাদ -তা সত্যি। আমাদের ঠিক মনের মতন মনিবটি পেয়েছি । আমাদের মনিবই আমাদের জমিদারী। দোকানদার হঠাৎ বড় মানুষ হ’য়ে উঠেছে, মাথায় কভই সকৃ চেপেছে। এই রকম সব কাপ্তেন পেলে আমরা আর কিছুই চাইনে । না-ওস্তাদ। —কিন্তু ভাই একটু সমজুদার লোক না হ'লে তেমন সুখ হয় না । গা-ওস্তাদ। —তা সত্যি। কিন্তু ভাতে কি এল গেল ? আমাদের ত বেশ টাকা দেয় ; টাকা পেলেই আমাদের ব্যবসা গুলজার ! না-ওস্তাদ —আমার কথা যদি বল, ত ভাই, বলতে কি, আমি একটু প্রশংসা চাই । বাহবা পেলে আমার মনটা খুব গলে। আর তাও বলি—একটা উদ্ধৃবৃক জানোয়ারের কাছে গান বাজনা শোনান বড় বকুমারি –হাঁ, যারা বোঝে, তাদের শুনিয়ে সুখ আছে । গা-ওস্তাদ ।--ভা সত্যি ; কিন্তু ফঁক বাহবার সঙ্গে কিছু কিছু নিরেট মাল থাকাও চাই। লোকটা নেহাৎ