পাতা:হঠাৎ নবাব.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

જ૨ হঠাৎ নবাব । দো । ( জুর্দ্যার প্রতি মৃদ্ধ স্বরে ) কি ? ও বিষয়ে বিশেষ সাবধান হয়ে । তাহলে ভারি চাষাড়ে রকম হবে, ভস্তু লোকের মত কাজ করতে হলে, এই রকম দেখাতে হবে যেন ঐ উপহার তুমি দেও নি। (প্রকাশ্যে ) বেগম, জুদfা বলচেন যে আপনি ও’র বাড়িতে আসায় উনি ভারি খুলি হয়েচেন । দরি। উনি আমার খুব সম্মান করচেন। জু। (দোরান্তের প্রতি মৃত্নস্বরে) মশায়, আমার হয়ে ও'র কাছে এই রকম বলায় আমি আপনার কাছে অভ্যন্ত বাধিত হলুম। দে। ( জুর্দার প্রতি মৃদুস্বরে ) অনেক কষ্টে আমি ও কে এখানে এনেছি। ” জু। ( দোরাস্তের প্রতি মৃত্স্বরে ) আমি জানি নে আপনাকে এর জন্য কত ধন্যবাদ দেব। দে। বেগম, ইনি বলচেন যে আপনার মত সুন্দরী উনি পৃথিবীর মধ্যে কাউকে দেখেন নি। দরি। আমার উপর যথেষ্ট অনুগ্রহ আরদে। এখন খাওয়া দাওয়ার চেষ্টা দেখা যাক।