পাতা:হরিভক্তিসুধোদয়ঃ.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১শ অধ্যায়ঃ । ] হরিভক্তিস্কুধ|দয়ঃ । సిలి জ্ঞানাঞ্চলতেন ফলীয়-নীলং তচ্ছিদ্যতেইথমরণাসিপাতাৎ ১৮ । পুনশ্চ গৰ্বে ভবতি প্রবৃদ্ধমেং হনন্তাজনিসৃত্যুমাল । জন্যস্ত তস্মাৎ পরিবর্দ্ধয়েন্তজজ্ঞানাঙ্কুরং তৎফ লমীশভক্তিঃ-॥ ১৯ ॥ দুঃখং স্ত্রীকুক্ষিমধ্যে প্রথমমিহ ভবেদগৰ্ত্তবাসে নরাণং। বtলত্বেচাতিদুঃখমললুলিততমুত্রীপয়ঃপানমিশ্ৰং ॥ তারুণ্যেচতিদুঃখং ভবতি বিরহজং বৃদ্ধভাবেtহপ্যসারঃ । ংসারে বা মনুস্য। যদি বদত সুখং স্বল্পমপ্যস্তি কিঞ্চিৎ ॥২০ | অত্যন্ত অসমঞ্চ অধশেষে-ফুচুক্ৰঃ-খণ্ডুগাঘাতে সেই জ্ঞানীস্কুর ছিন্ন-হুইয়া যায় ॥ ১৮ ॥ * পুনর্বর সেই জীব গর্ভে জন্ম গ্রহণ করে, এইরূপে, আবার তাহার বৃদ্ধি পাইয় থাকে। স্বতরাং জীবের জন্মমৃত্যু অনন্ত, অতএব সেই জ্ঞঞ্চাঙ্গুর পরিবদ্ধিত করিবে । নারীয়ণের প্রতি ভক্তিই তাহীর ফল ॥ ১৯ ॥ " - প্রথমে এই জগতে মনুষ্যগণের নারীজঠর মধ্যে দুঃখ হইয়া থাকে, তৎপরে গৰ্ত্তবাস দুঃখ ঘটিয়া থাকে। বাল্যকালে মলমুত্র দ্বারা শরীর লিপ্ত থাকে এবং স্ত্রীলোকের স্তন্যদুগ্ধ পানে অতিশয় দুঃখ উপস্থিত হয়, যৌবনকালেও বিরহজনিত অত্যন্ত দুঃখ ঘটে। বৃদ্ধাবস্থাও সৰ্ব্বাপেক্ষা অসার, অতএব হে মনুষ্যগণ। বল দেখি,এই সংসারে অল্পতুত্রিও কি মুখ আছে ? ॥ ২০ ॥