এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ эeь Ј যদি আমি পানপত্র হস্ত হইতে রাখিয়া না দি আমার প্রতি দোষার্পণ করিও না, যেহেতু বন্ধু এতদপেক্ষা বিশুদ্ধ বস্তু আমাকে প্রদান করেন নাই । র্তাহার প্রেমের বেদনায় হাফেজের প্রতি যাহা হইবার হইয়াছে, সংসার প্রেমিকদিগের প্রতি অনুগ্রহ দৃষ্টি ৰেন না করে । ১৩e ー)。-:(ー বাহাদশী সোফী ( সাধকবিশেষ ) জাল বিস্তার করিয়াছে, এবং ঐন্দ্রজালিক কোঁটার মুখ উন্মুক্ত করিয়াছে। ঐন্দ্রজালিক দৈবশক্তির সঙ্গে সে চতুরতা করিয়াছে । দৈব ঐন্দ্রজালিক ক্রীড়া তাহার মস্তক চূর্ণ করিবে, যেহেতু সে রহস্যজ্ঞ লোকের নিকটে ঐন্দ্রজালিক ব্যাপার উপস্থিত করিয়াছে। পানপত্ৰিদান্তী, এস, স্বকীদিগের বিচিত্র প্রেমাপদ পুনৰ্ব্বার প্রকাশিত হইয়াছেন, বিলাস বিভ্রম আরম্ভ করিয়াছেন। মন, এস, যে ব্যক্তি আস্তিন খৰ্ব্বসত্ত্বে হস্ত প্রসারণ করিয়াছে, তাহা হইতে আমর ঈশ্বরের আশ্রয় গ্রহণ করি । প্রেমে কৃত্রিমতা করিও না, কেন না যে ব্যক্তি ঠিক প্রেম করে নাই, তাহার প্রেম দুঃখের দ্বার তাহার অস্তরের দিকে উন্মুক্ত করে। হে সুন্দরগতি চক্রবাক্, বিলাসভাবে সুন্দর যাইতেছ, তপত্নীর মার্জার উপাসনা কবিয়াছে বলিয়া প্রতারিত হইও না * । t

  • চক্রবাক ও তপস্বীয় মার্জারবিষয়ে এইরূপ গল্প আছে যে, একজন তপস্বী গিরিশিখরে তপস্যাকুটির নির্মাণ করিয়া