এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] আমার উন্মত্তমনের মৰ্ম্মজ্ঞ আমি ভদ্রাভদ্র লোকের মধ্যে কাহাকে ও দেখিতেছি না । সেই এক চিত্তরঞ্জনের সঙ্গে থাকিলেই আমার চিত্ত সুখী হয়, তিনি আমার চিত্ত হইতে একেবারে শান্তি হরণ করিয়াছেন । তুমি সংসারচিন্তা ছাড়িয়াছ, দুঃখ করি ও না, সুখে খাও, সুখে কালঘাপন কর । • হাফেজ, দিবা রজনীর যাতনায় ধৈর্য্য ধারণ কর, পরিণামে এক দিন মনোরথ পূর্ণ হইবে । ১১ ! .তোমার বিচ্ছেদের হস্ত প্রেমিকদিগের প্রাণ যেরূপ বধ করে করবলার হত্যাকাণ্ড ব্যতীত ভূতলে কেহ এরূপ হত্যা দেখে নাই । হে আমার প্রাণ, যদি আমার প্রেমাম্পদের ভাব ও মত্তত৷ হয় তবে অগ্ৰেই তোমার নির্জনতা ও বৈরাগ্য বিসর্জন করা বিধেয় । আমোদের সময় আনন্দের মুহূৰ্ত্ত সুখের কাল অতাল্প দিন, এই আমোদের সময়কে হে মন, যথেষ্ট বলিয়া গণ্য কর । যদবধি তোমার রূপ প্রেমিকদিগকে সম্মিলনে আহবান করিল, তদবধি প্রাণ মন তোমার চূর্ণকুন্তল ও মুখমণ্ডলের তিলাঙ্কযোগে বিপদগ্ৰস্ত হইয়াছে। হাফেজ, যদি মহারাজের চরণচূম্বনলাভ তোমার ঘটে, তবে তুমি ইত্বপূরলোকে গৌরব ও উন্নতির সৌন্দর্ঘ্য প্রাপ্ত হইলে। ১২। اسسه جة مسد" . উষা সমুদিত, জলদপটল ঘননিবদ্ধ, বন্ধুগণ, সুর কোথায় সুরা কোথায় ?