এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ নরপতিগণ যে লক্ষ্য অন্বেষণ করেন ঋষিদিগের জীবনদর্পণ তাহার প্রকাশস্থল । - - রাজা মহারাজ সমুদায়ই ঋষিদিগের সেবাতে রত, হাফেজ, তুমি এই স্থানে অবনত হও । ২০ । ー:():ー মাদৃশ প্রমত্ত হইতে ভজন সাধন ও সঙ্কল্প পালন প্রত্যাশা করি ও না, যেহেতু আমি মুরাপায়ী বলিয়া জগদ্বিখ্যাত। যদবধি আমি প্রেম প্রস্রবণ বারিদ্বারা হস্ত মুখ প্রক্ষালন ( অজু ) করিয়াছি, তদবধি অন্ত যাহা কিছু আছে তৎসমুদায় ধৌত করিয়া ফেলিয়াছি । সুরা দান কর, তাহা হইলে আমি নিগুঢ় তত্ত্ব প্রকাশ করিব। আমি কাহার মুখমণ্ডলের প্রতি আসক্ত, কাহার সৌরভে প্রমন্ত জনাইব । এ স্থলে পৰ্ব্বত প্রমাণ পাপ কেশস্ত্র অপেক্ষাও ক্ষুদ্র, মুরাপায়িত্ব, দয়ার দ্বার হইতে নিরাশ হইও না। আমার বাসনার মস্তক আর সখার মন্দিরের প্রাঙ্গণ, আমার মস্তকের উপর যাহা পড়িবে তাছা তঁহারই অতীন্সিত । উদ্যানস্থ কুমুমের প্রত্যেক দল তোমার সম্মুখে ঝরিয়া পড়িতেছে, পয়ঃপ্রণালীতীরস্থ প্রত্যেক সরলতরু তোমার তমুর জন্ত উৎসর্গীকৃত। ভূমি বুৰি মুগন্ধি চিকুরে চিরুণী সঞ্চালন করিয়াছ, তাহাতেই সমীরণ সুগন্ধীকৃত ও ভূমি সুগন্ধ হইয়াছে। ८डांमांब्र दतनभ७ण नर्णन कब्रिब्राहि, भेtनांब्रथं निक इई८व, যেহেতু কল্যাণের পশ্চাতে কল্যাণ অাছে।